শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

ঘরের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে কুমিল্লার দেবিদ্বারে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি/কোলাজ রাইজিং কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে পৌর এলাকার নিজ বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

মৃত তুহিন ছোটআলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।

তুহিনের বাবা মো. ফারুক হোসেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, “তুহিন রাতে ঘুমাতে গেলে দেখতে পায় তার ঘরের ফ্যানটি চলছে না। একপর্যায়ে সে লক্ষ্য করে যে ঘরের বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে পুরো ঘরে আর্থিং হয়ে আছে।” তিনি আরও বলেন, “এ সময় সে লাইন মেরামত করার চেষ্টা করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা দ্রুত তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, “এ ঘটনা সংক্রান্তে আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন