ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

ঘন কুয়াশা পড়বে ৩ দিন, বাড়বে শীত

Rising Cumilla - dense fog
ছবি: সংগৃহীত

দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহরেও শীতের প্রভাব টের পাওয়া যাচ্ছে। এদিকে আগামী তিনদিন সারা দেশে ঘন কুয়াশা বাড়তে পারে। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৭ নভেম্বর) সকালে অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এছাড়া ঢাকায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।