শনিবার ২৩ আগস্ট, ২০২৫

গ্রোক এআই এখন সবার জন্য বিনামূল্যে! যেভাবে ব্যবহার করবেন

রাইজিং ডেস্ক

Rising Cumilla - GROK AI
গ্রোক এআই/প্রতীকি ছবি/সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল গ্রোক ইমাজিন এখন বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এতদিন এটি শুধু এক্স-এর প্রিমিয়াম গ্রাহকদের জন্য সীমাবদ্ধ ছিল। এই শক্তিশালী টুলটি ব্যবহার করে এখন থেকে বিনামূল্যে লেখা বা ছবি থেকে দারুণ সব ছবি এবং ছয় সেকেন্ডের ছোট ভিডিও তৈরি করা যাবে।

এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি অবিশ্বাস্য দ্রুত গতিতে কাজ করে এবং এতে রয়েছে ‘স্পাইসি মোড’-এর মতো আকর্ষণীয় ফিচার।

গ্রোক ইমাজিনের মূল বৈশিষ্ট্যগুলো:

টেক্সট থেকে ছবি তৈরি: আপনি যা চাইবেন, তা লিখে প্রম্পট দিলেই গ্রোক মুহূর্তের মধ্যে একাধিক ছবি তৈরি করে দেবে। আপনি স্ক্রল করে বিভিন্ন ভার্সন দেখতে পারবেন।

ছোট ভিডিও তৈরি: যেকোনো ছবিকে ভিত্তি করে অডিওসহ ছোট ভিডিও তৈরি করা সম্ভব।

ছবিতে পরিবর্তন: তৈরি করা ছবিকে এডিট করে বা তার রূপান্তর ঘটিয়ে নতুনভাবে সাজানো যায়।

ডেভেলপারদের জন্য API: ডেভেলপাররা চাইলে সরাসরি গ্রোক ইমাজিনের API ব্যবহার করতে পারবেন।

স্পাইসি মোড: এই মোড ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কনটেন্ট তৈরি করা যায়।

কীভাবে গ্রোক ইমাজিন ব্যবহার করবেন?

১. আপনার মোবাইল থেকে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে গ্রোক অ্যাপ ডাউনলোড করুন।

২. অ্যাপে লগইন করার পর উপরের ডান দিকে থাকা ‘ইমাজিন’ ট্যাব খুলুন।

৩. যা তৈরি করতে চান, তা লিখে প্রম্পট দিন। গ্রোক সঙ্গে সঙ্গে ছবি তৈরি করে দেবে।

৪. ভিডিও বানাতে চাইলে, আপনার পছন্দের ছবিটি খুলুন এবং ‘মেক ভিডিও’ অপশন চাপুন। এখানে আপনি Normal, Fun, Custom বা Spicy স্টাইল বেছে নিতে পারবেন।

৫. তৈরি করা ভিডিওটি সাউন্ড বা মিউজিকসহ ডাউনলোড ও শেয়ার করা সম্ভব।

৬. আপনার তৈরি করা সব ভিডিও ‘ফেভারিটস’ গ্যালারি-তে জমা থাকবে।

কিছু তথ্য:

তবে ফ্রি ভার্সনে ভিডিও তৈরির সংখ্যা সীমিত। সাধারণত ২০টির মতো ভিডিও তৈরি করা যায়। ছবি তৈরির ক্ষেত্রে তুলনামূলকভাবে কোনো সীমা নেই।

এছাড়া ‘স্পাইসি মোড’ শুধুমাত্র টেক্সট প্রম্পট থেকে তৈরি করা ছবিতে ব্যবহার করা যায়, আপলোড করা কোনো ছবিতে নয়।

সরাসরি টেক্সট প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করা যায় না, এর জন্য আগে ছবি তৈরি করে নিতে হয়।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন