একদিকে গরমে যেমন অতিষ্ট মানুষ। অপরদিকে অন্য প্রাণীদেরও নাজেহাল অবস্থা। তেমনি ক্যালিফোর্নিয়ায় গরম থেকে বাঁচতে বাড়ির দেয়াল টপকে ব্যক্তিগত সুইমিং পুলে দেখা মিললো আয়েশী এক ভালুকের।
ধারণা করা হচ্ছে, পাশের পাহাড়ি জঙ্গল থেকে এসেছিলো ভালুকটি। গাছে উঠে, বাড়ির দেয়াল টপকে পরে ঢোকে ভেতরে। খবর বিবিসির।
ক্যালিফোর্নিয়া পুলিশ বিভাগ জানিয়েছে, বুরব্যাংক শহরের একটি বাড়ির সুইমিং পুলে গোসল করছিলো ভালুকটি। বিষয়টি বাড়ির মালিকের নজরে আসতেই তিনি জরুরি সেবা নম্বরে কল দেন। পরে, বিভিন্ন উপায়ে সেখান থেকে সরানো হয় প্রাণীটিকে।
প্রসঙ্গত, চলতি জুলাই মাসজুড়েই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনুভূত হচ্ছে তীব্র তাপদাহ। ক্ষণিক স্বস্তির আশায় সুইমিং পুলে নেমেছিলো এ বিশালাকার প্রাণীটি- এমনটাই ধারণা করছেন স্থানীয়রা।