২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ মার্চ) রাত ১০ টা ৩০ মিনিটে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে নির্মমভাবে শহীদ হওয়া জাতির সূর্য সন্তানদের গণকবর আদর্শ সদর উপজেলার রসুলপুর বধ্যভুমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
এছাড়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ২৫ মার্চ কালরাত্রিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা প্রশাসন, আদর্শ সদর, বীর মুক্তিযোদ্ধাসহ জনপ্রতিনিধিরা ৷