বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫

খোলামেলা পোশাক পরার আগে নিজেকে তৈরি করবেন স্বস্তিকা, জানালেন অভিনেত্রী নিজেই

বিনোদন ডেস্ক

স্বস্তিকা দত্ত/ছবি: সংগৃহীত

মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এরপর তিনি ছোট পর্দার ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরবর্তীতে বড় পর্দায়ও সফলভাবে পা রাখেন তিনি।

সম্প্রতি এই ৩১ বছর বয়সী অভিনেত্রী তার ফিটনেসের ওপর বিশেষ মনোযোগ দিয়েছেন, যার ফলে তার বাহ্যিক গঠনে লক্ষণীয় পরিবর্তন এসেছে। দর্শকদের কাছে নিজেকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময়ভাবে উপস্থাপনের জন্য তিনি সর্বদা সচেতন।

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে অভিনেত্রীদের খোলামেলা পোশাকে বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়—এমনটাই এক অলিখিত নিয়ম। তবে সম্প্রতি টলিউডের কয়েকজন অভিনেত্রী, যেমন—শ্বেতা ভট্টাচার্য এবং শ্রুতি দাস জানিয়েছেন, তারা খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।

এই প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানতে চাইলে অভিনেত্রী স্বস্তিকা বলেন, “মিমি চক্রবর্তীকে ‘রক্তবীজ টু’ সিনেমায় বিকিনিতে দেখেছেন। নিজেকে তৈরি করে তবেই এই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন মিমিদি। আমিও এটাই করব।”

স্বস্তিকা জানান, খোলামেলা পোশাক পরার আগে তিনি তার শরীরকে সেই ধরনের দৃশ্যের জন্য তৈরি করবেন। চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্যের কতটা প্রয়োজন, তা ভালোভাবে বুঝে তবেই তিনি অভিনয়ের জন্য রাজি হবেন।

অরিত্র মুখার্জি পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর স্বস্তিকা নতুন সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে যুক্ত হয়েছেন। এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। অভিনেত্রী আরও জানান, বিশ্বকর্মা পূজার ঠিক আগের দিন থেকে এই সিরিজের শুটিং শুরু হবে।

আরও পড়ুন