মার্চ ১৯, ২০২৫

বুধবার ১৯ মার্চ, ২০২৫

খেলোয়াড়কে মৃত ভেবে মাঠে শোক প্রকাশ, পরে জানা গেল মারা যাননি!

Mourners on the field thought the player was dead, but it was later revealed that he was not dead!
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে প্রায়ই নানা অদ্ভুত ঘটনা দেখা যায়। তবে এবার যা ঘটেছে, তা যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। বুলগেরিয়ার ক্লাব আরদা কারজালি তাদের এক প্রাক্তন খেলোয়াড় পেতকো গানচেভকে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায়, তিনি বেঁচে আছেন!

গত রবিবার লেভস্কি সোফিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে পেতকো গানচেভের মৃত্যুতে শোক জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে আরদা কারজালির খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রতিপক্ষ লেভস্কির খেলোয়াড়রাও এতে অংশ নেন। এরপর খেলা শুরু হয়।

কিন্তু খেলার মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। পেতকো গানচেভ নিজেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, তিনি সুস্থ ও জীবিত আছেন! এই ঘটনায় হতবাক হয়ে যায় ফুটবল বিশ্ব।

ঘটনার পরপরই আরদা কারজালি একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে। ক্লাব জানায়, “আরদা ম্যানেজমেন্ট প্রাক্তন খেলোয়াড় পেতকো গানচেভ ও তার পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিলাম। গানচেভের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি এবং আশা করি, তিনি আমাদের সাফল্য উপভোগ করবেন।”

আরদার এই ভুলের দিন লেভস্কির বিরুদ্ধে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে এই ভুলের কারণে ম্যাচটি ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন পেতকো গানচেভ।