নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থ সংরক্ষণ করবে বিএনপি: তারেক রহমান

Rising Cumilla - BNP will protect the interests of farmers if it comes to power Said Tarek Rahman
ছবি: বাসস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করা হবে।

‘আগামীতে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি’ পুনরায় শুরু করবো উল্লেখ করে তিনি বলেন, ‘এটি আমাদের শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, রিজার্ভ ওয়াটারের কারণে।’

শনিবার (৯ নভেম্বর) তারেক রহমান রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় ভার্চূয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

‘পানির লেভেল নিচে নেমে গেছে, এটাও কিন্তু আমাদের বিপদের কারণ’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক কারণেই আমাদের খাল খনন করতে হবে। পানির অভাবে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয় বলে খাল খননের মাধ্যমে শহিদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। যেখানে একটি ফসল হতো, সেখানে পানির কারণে দু’টি হয়েছিল, দু’টি ফসলের জায়গায় তিনটি ফসল হয়েছিল।’

আগামীকাল ১০ নভেম্বর থেকে পরবর্তী তিনমাস বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার ঘোষণা দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষক দলকে কৃষিনির্ভর করে গড়ে তুলতে হবে।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমূখ বক্তৃতা করেন।

তারেক রহমান দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেয়া যাবে না। জবাবদিহি নিশ্চিত করতে না পারলে ভালো কিছু সম্ভব না। ভোট যাতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। মানুষ যাকে খুঁশি তাকে ভোট দেবে। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’

‘আমাদের স্পষ্ট বার্তা-নিরপেক্ষভাবে ভোট হতে হবে, এটার সাথে কোনো কম্প্রমাইজ নাই’- একথা উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে-ধীরে আমরা দেশের সমস্যার সমাধান করতে পারব, মানুষের সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো আপোষ নাই।’

তিনি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুরোর নেতা-কর্মীদেরকে উল্লিখিত বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান।