নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ কুবি শিক্ষার্থী কাইয়ুম

Rising Cumilla -Qayyum, a martyred Cumilla University student, was shot in the quota movement
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী ঐতিহাসিক ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম।

গতকাল (৫ আগস্ট) লংমার্চে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে সাভারে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (৬ আগস্ট) সকাল ৯টায় মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আব্দুল কাইয়ূম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হসপিটাল পার্শ্ববর্তী টগর মুড়ার মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

এসব তথ্য নিশ্চিত করে নিহতের বড় ভাই মোহাম্মদ কাউসার বলেন, “আমার ভাই গতকাল আন্দোলনে গেলে সাভারের নিউমার্কেট এলাকায় তাঁর গায়ে গুলি লাগে। সেই গুলিতে কিডনি ফুটো হয়ে যায়। গতকাল গুলি বের করা হলেও লাইফ সাপোর্টে ছিল। আজকে ডাক্তার বললো আনার ভাই আর বেঁচে নেই। আমার একটা মাত্র ছোট ভাইটাকে হারাইলাম। আল্লাহর এটা কেমন বিচার।