সোমবার ২৭ অক্টোবর, ২০২৫

কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বিএনপি: শাহজাহান ওমর

রাইজিং ডেস্ক

BNP will not be able to come to power till doomsday said Shahjahan Omar
কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বিএনপি: শাহজাহান ওমর | ছবি: সংগৃহীত

বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী শাহজাহান ওমর। তিনি বলেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়, ‘বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল। এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে গণসংযোগকালে এক পথসভায় এ কথা বলেন বিএনপির সাবেক এই নেতা।

শাহজাহান ওমর বলেন, বিএনপি ছেড়ে আমি আওয়ামী লীগে এসেছি কারণ হচ্ছে আমি স্বাধীন চেতা মানুষ। ব্যাঙের মূত্রে আছাড় খাওয়া লোক আমরা না। বাঘের গর্জন শোনা যায় কিন্তু শিয়ালের হুক্কা হুয়া বড় বিচ্ছিরি রকম লাগে। আমি লক্ষ্য করেছি যদি কোনো দল নির্বাচনে না যায় সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়।

তিনি বলেন, দল করে মানুষ নির্বাচন করার জন্য। সব নির্বাচনে দল জিতবে এমন কথা নেই। সংসদে প্রতিনিধি থাকলেই গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণ হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরসহ অন্যান্যরা।

আরও পড়ুন