ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

কেউ গোপনে কেউ ওপেনে, সবাই নষ্ট: মারিয়া মিম

কেউ গোপনে কেউ ওপেনে, সবাই নষ্ট: মারিয়া মিম
কেউ গোপনে কেউ ওপেনে, সবাই নষ্ট: মারিয়া মিম। ছবি: ফেসবুক

মারিয়া মিম অভিনয়ের জগতে ইতোমধ্যে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। অভিনেতা সিদ্দিক জামানের সঙ্গে সংসার ভেঙ্গে যাবার পর থেকে অভিনয়ে জগতে ভালো অবস্থান তৈরি করেন।

নিজের ছবি সঙ্গে সামাজিক মাধ্যমে দিয়ে দুটো পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যায়, বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

একটি ছবির ক্যাপশনে লিখেছেন— ‘সবাই নষ্ট কেউ গোপনে কেউ ওপেনে’।

আরও দুটো ছবির ক্যাপশনে লিখেছেন— ‘সবাই ভাবে সুযোগ পাবে। সকাল বিকাল তোমায় খাবে’।

ছবি গুলো পোস্ট করার পর অনেকে মিমের রূপের প্রশংসা করছেন। অনেকে ক্যাপশন নিয়ে তাকেই আক্রমণ করে মন্তব্য করছেন। যদিও সেসবের বিপরীতে কোনো জবাবই দিতে দেখা যায়নি তাকে।