জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

কৃষ ৪-এ হৃতিকের বিপরীতে থাকছেন শ্রদ্ধ কাপুর!

Shraddha Kapoor-Hrithik Roshan
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজি। দুই দশক আগে শুরু হওয়া সিনেমা ‘কোয়ি মিল গ্যায়া’ মুক্তি পায় ২০০৩ সালে। প্রথম কিস্তির জনপ্রিয়তার জেরে পর্যায়ক্রমে আরও দুই কিস্তি নির্মাণ করেন রাকেশ রোশন।

জানা গেছে, ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’ সবশেষ ‘কৃষ-৩’ মুক্তি পায় ২০১৩ সালে। প্রথম সিনেমায় হৃত্বিকের বিপরীতে ছিলেন প্রীতি জিনতা। ‘কৃষ’ সিনেমায় হৃত্বিকের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কৃ ৩’ তে অভিনয় করেন প্রিয়াঙ্কা, কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়। সিনেমাটি দারুণ ব্যবসাসফল হয়। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার অপেক্ষায় আছেন দর্শক।

সম্প্রতি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তাঁর একটি সানকিসড ছবি পোস্ট করেন। সেটা পোস্ট করে তিনি লিখেছেন, ‘জাদুর মতো রোদ চাই আরও’। ছবিটির মন্তব্য করেছেন অভিনেতা হৃত্বিক রোশান।

তিনি লিখেছেন, ‘সে আবার আসছে। তাকে আমি বলব।’ এটা পড়েই আনন্দে আত্মহারা ভক্তরা। আর তাতেই গুঞ্জন উঠেছে এবারের সিনেমায় হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। কল্পবিজ্ঞানধর্মী এই অ্যাকশন ড্রামায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন হৃত্বিক ও শ্রদ্ধা।

এর আগে হৃত্বিকের কাজের প্রতি ভালোলাগার কথা ভারতীয় গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শ্রদ্ধা। এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা।

তবে মুম্বাইয়ের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে শ্রদ্ধার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

অন্যদিকে এক সাক্ষাৎকারে হৃত্বিক বলেন, ‘এখন ‘কৃষ ৪’ নিয়ে কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিত্রনাট্য সংযোজন চলছে। তবে আমি খুশি। দীর্ঘ বিরতির পর কাজটি হচ্ছে।’

এছাড়াও এই অভিনেতা জানান, ‘সিনেমাটি যেহেতু বড় বাজেটের তাই, আমাদের অর্থনৈতিক বিষয়গুলোও দেখতে হচ্ছে।’