সোমবার ২৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি নেতা শাওন বহিষ্কার

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - BNP leader Shaon expelled from Comilla 7 Chandina constituency
কুমিল্লা ৭ চান্দিনা আসনের বিএনপি নেতা শাওন বহিষ্কার/ছবি: প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

ওই চিঠিতে বিভাগভিত্তিক ২৩ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়। তার মধ্যে কুমিল্লা বিভাগে ৬ জন। কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়।

দল থেকে বহিষ্কারের পর প্রার্থী আতিকুল আলম শাওনের মন্তব্য জানতে তার ব্যবহৃত ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে বহিষ্কারের পর তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কোরবানি করতে সব সময় প্রস্তুত।’

আরও পড়ুন