বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আসিফ আকবর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Asif Akbar seeks votes for BNP candidate in Comilla-5 constituency
কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আসিফ আকবর/ছবি : সংগৃহীত

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে হাজী জসিম উদ্দিনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে আসিফ আকবর বলেন, “প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসী, আমি আজ আপনাদের এলাকায় গণসংযোগে এসেছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে অনেক কথা হয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন হাজী জসিম উদ্দিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”

আসিফ আকবর বলেন, “আমি আবারও আপনাদের এলাকায় আসব এবং সারা দেশে ধানের শীষের পক্ষে ভোট চাইব। আমার একটাই আর্জি—আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।”

এ সময় গণসংযোগ কর্মসূচিতে কুমিল্লা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজী জসিম উদ্দিনের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন