
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা এনসিপির সদস্য, জুলাইয়ের রাজবন্দী কামরুল হাসান কিবরিয়া।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে কামরুল হাসান রাইজিং কুমিল্লাকে বলেন, “আমি বিশ্বাস করি, জন প্রতিনিধি তিনিই যিনি জনগণকে প্রতিনিধিত্ব করেন। আমি একজন নিতান্তই সাধারণ মানুষ, একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। আরও আট-দশজন সাধারণ মানুষের মতো আমার জীবনও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই চলে। আমি বাংলার এই মধ্যবিত্ত ও অভাবগ্রস্থ সমাজের একজন প্রতিনিধিত্বকারী হিসেবে এবং নতুন বাংলা তথা সেকেন্ড রিপাবলিক সৃষ্টির লক্ষে কুমিল্লা-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নমিনেশন গ্রহণ করেছি।”

তিনি বলেন, দল যদি তাকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করে, তবে তিনি কুমিল্লা-৫ আসনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেছেন। এর মধ্যে রয়েছে: সন্ত্রাস নির্মূল, মাদক মুক্তি, কৃষকের উন্নতি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব নিরসন, নারী শিক্ষার প্রসার, গোমতী নদী ও তার বাঁধ রক্ষা।
তিনি আরও বলেন, “আমি আমার আসনকে ডিজিটালাইজড করে বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি করতে চাই।”
রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণের এবং পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “আমি নমিনেশন নিয়ে লোকাল বাসে করে বাসায় যাবো। আমি চাই, রাজনীতিতে এনসিপির হাত ধরে এই পরিবর্তনটা আসুক যে লোকাল বাসে চড়া মানুষও যেনো সংসদে বসার স্বপ্ন দেখতে পারে। আমি নির্বাচিত হলেও আমি লোকাল ট্রান্সপোর্টেই চলাচল করবো।”
মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দীন মোহাম্মদসহ জেলা উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।










