মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসন: ঋণখেলাপির দায়ে আমার মনোনয়ন বাতিল হয়নি—বললেন মঞ্জুরুল আহসান মুন্সী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Manjurul Ahsan Munshi
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেছেন, ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “আমার মনোনয়নপত্র নিয়ে কোনো ধরনের জটিলতা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

ভিডিও বার্তায় তিনি তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুনকে ফোনে যুক্ত করেন।

আইনজীবী সাইফুল্লাহ মামুন বলেন, ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কোনো ঋণখেলাপি নন। তবে তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ঋণসংক্রান্ত বিষয়ে আদালতে একটি আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটে হাইকোর্টের দেওয়া আগের একটি ‘স্টে অর্ডার’ চেম্বার আদালত সাময়িকভাবে স্থগিত করেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে, মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আগামী রবিবার (১১ জানুয়ারি) আপিল করা হবে।

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তি হবে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ‘মাম পাওয়ার লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সীর কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণসংক্রান্ত বিষয়ে হাইকোর্ট তিন মাসের জন্য খেলাপির তালিকা স্থগিত রাখার আদেশ দেন।

বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ প্রদান করেন। পরবর্তীতে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন।

এদিকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন