জুলাই ২, ২০২৫

বুধবার ২ জুলাই, ২০২৫

কুমিল্লা সীমান্তে ৪ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

Indian mobile displays worth over Tk 4 crore seized at Comilla border
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে। এই বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য বুধবার ভোরে উদ্ধার করা হয়।

সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান গতকাল (বুধবার, ১৪ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে জানানো হয়, ভোররাতে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযানে ফকিরবাজার নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস কার্যক্রম শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে হস্তান্তর করা হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন