
কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলা অংশে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে এক ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। উপজেলার জাফরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি গাছবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এই দীর্ঘ যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও পরিবহন শ্রমিক। প্রায় চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ভোরবেলায় জাফরগঞ্জ এলাকায় একটি গাছবোঝাই ট্রাকের চাকা সড়কের পাশে পিছলে গেলে সেটি উল্টে যায়। ট্রাকটি সড়কের আড়াআড়িভাবে পড়ায় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করে, যা প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আবদুল জলিল জানান, ফজরের নামাজের পর তিনি ট্রাকটিকে উল্টে যেতে দেখেন। যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিরা অসহনীয় কষ্টের মধ্যে পড়েন।
দীর্ঘ প্রায় চার ঘণ্টা পর মিরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে রেকারের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি সড়ক থেকে সরিয়ে ফেলে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, উল্টে যাওয়া ট্রাকে বড় আকারের গাছ বোঝাই থাকার কারণে উদ্ধার কাজ কিছুটা সময়সাপেক্ষ ছিল। তবে দ্রুত রেকার এনে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।