কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সিটি কর্পোরেশনের ১০৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা। ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকাল ১০টায় নগরীর নবাব হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।
সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম। এছাড়া সকাল সাড়ে সাড়ে ৯টায় একই কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ভোট দেওয়ার কথা রয়েছে।
এদিকে ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। নিজে ভোট দেয়ার পর ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, ১৯ নম্বর ওয়ার্ডে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলি হয়েছে। তার এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় ভোটার শহীদুল হক স্বপন বলেন, ‘আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। কিছু বহিরাগত এসে সারিবদ্ধ ভোটার লাইনে হামলা করে। ঘড়ি ও ঘোড়া প্রতীকের এজেন্টদের বের করে দেয়। এ সময় তাদের হামলায় তিনজন ভোটার আহত হয়েছেন।’
এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ ও ম্যাজিস্ট্রেট গেছেন। তবে এ ঘটনায় ভোট কেন্দ্রে কোনো সমস্যা হয়নি।
এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দেয়ার অভিযোগ উঠে। সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা।
শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর এমন অভিযোগ করেন প্রার্থীরা। অন্যদিকে, ভোটগ্রহণ শুরুর পর সকালেই কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।