
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।
রোববার সকালে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল একযোগে প্রকাশ করা হয়।
কুমিল্লা বোর্ডে মোট ৩৫,৫৩১ জন শিক্ষার্থী ৭৫,৮৭৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। প্রকাশিত ফল অনুযায়ী, ১৯০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং ৬৭ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় এবার বিপুল সংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার এবার সর্বনিম্ন ছিল।
জানা গেছে, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল।
অনেক শিক্ষার্থী দুই বা তার বেশি বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডেই শিক্ষার্থীরা দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছিল।
উল্লেখ্য, চলতি বছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী—এই ৬টি জেলার ১ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৭৯ হাজার ৭৩৪ জন মেয়ে এবং ৬৯ হাজার ৮৩৮ জন ছেলে পরীক্ষার্থী ছিল। সর্বমোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।