
এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মেধার ঝলক দেখালেন নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা ইসলাম তোহা। ১৩০০ নম্বরের মধ্যে ১২৬১ নম্বর পেয়ে সে শুধু তার বিদ্যালয়ের মুখই উজ্জ্বল করেনি, পুরো কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নম্বর অর্জনের এক নতুন রেকর্ডও গড়েছে।
এই অভাবনীয় সাফল্যে তোহা, তার পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, তাসনুবা নগরীর নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার এই অসাধারণ ফলাফলে বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ। তোহা দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়ার কন্যা। তার এই সাফল্যে গর্বিত পুরো পরিবার।
নিজের সাফল্যে উচ্ছ্বসিত তাসনুবা ইসলাম তোহা জানায়, “পরিশ্রমের প্রতিদান পেয়েছি। আল্লাহর নিকট শুকরিয়া। আমার এই অর্জনের পেছনে মা-বাবা এবং স্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য।” ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সে দৃঢ় কণ্ঠে বলে, “আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চাই।”
মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, “সন্তানের যেকোনো অর্জনে মা-বাবা সবচেয়ে বেশি খুশি হয়। আমরাও আনন্দিত। আমার মেয়ের জন্য সবার নিকট দোয়া চাই।”