নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের ভোজ নিয়ে ছাত্রলীগের মারামারি, ২ সদস্যের কমিটি গঠন

Shaheed Dhirendranath Dutta Hall in Cumilla University
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বিজয় দিবসের ভোজ নিয়ে ছাত্রলীগের মারামারির ঘটনার কারণ উদঘাটনের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন।

এতে ঐ হলের আবাসিক শিক্ষক মাকসুদুর রহমানকে আহ্বায়ক এবং ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানকে সদস্য করা হয়েছে। গঠিত এ কমিটিকে ঘটনার সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করে আগামী চার কার্যদিবসের মধ্যে সুপারিশসহ হল প্রভোস্ট বরাবর প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল প্রশাসন এ সিদ্ধান্ত নেন। গতকাল সোমবার থেকে এ চার কর্মদিবস কার্যকর হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ১৬ ডিসেম্বর দুপুরে প্রীতিভোজের খাবার বিতরণের সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে কয়েকজন ছাত্র কর্তৃক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ওইদিনই বিকেল চারটায় পুনরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এ বিষয়ে ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান জানান, আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং চলতেছে। কিছুক্ষণ আগেও কয়েকজনের সাথে কথা বলেছি। আমরা গতকাল চিঠি পেয়েছি। আমাদের চার কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এজন্য আমরা এখনি সমাপ্তির দিকে যাচ্ছি না।