ফেব্রুয়ারি ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্য পরিষদের ভিপি শরীফ, সম্পাদক আকরাম

VP Sharif of Comilla University Bangla Language Literary Parishad, Editor Akram
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের নতুন সহ-সভাপতি মনোনীত হয়েছেন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ মিয়া এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম মিয়া।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের আহ্বায়ক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সদস্য ড. নাহিদা বেগম ও গোলাম মাহমুদ পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু নাঈম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সুমাইয়া জান্নাত, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তামিম মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক পদে আকাশ দাশ, প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক পদে জসিম উদ্দীন দায়িত্ব পালন করবেন। এছাড়াও ‘ভাষা-সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০২৫’ এ চলমান পাঁচটি শিক্ষাবর্ষের পাঁচজন শ্রেণি-প্রতিনিধি (সিআর) দায়িত্ব পালন করবেন।

পরিষদের সহ-সভাপতি শরীফ মিয়া বলেন, “ভাষা সাহিত্য পরিষদ, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়া আমার জন্য এক অপার সম্মানের মুহূর্ত। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাঁরা আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন।”

তিনি আরো বলেন, “আমি চাই, ভাষা সাহিত্য পরিষদ শুধু আনুষ্ঠানিক সংগঠন হয়ে না থেকে বাস্তবিক অর্থে শিক্ষার্থীদের জন্য কাজ করুক। নিয়মিত সাহিত্য প্রতিযোগিতা, কর্মশালা, আলোচনা ও প্রকাশনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচিত করতে চাই। নেতৃত্ব মানে শুধু পদ অলংকৃত করা নয়, বরং দায়িত্বশীলভাবে কাজ করা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে।”