নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ ১ মাস ৩ দিন পর সশরীরে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ ১ মাস ৩ দিন পর সশরীরে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ ১ মাস ৩ দিন পর সশরীরে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা। ছবি: প্রতিনিধি

প্রায় ১ মাস ৩ দিন পর কাল সশরীরে ক্লাস ফিরছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫ টি অনুষদের ১৭ বিভাগ। শিক্ষার্থীদের দাবির মুখে রবিবার ( ১৮ আগস্ট) এ সিদ্ধান্ত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের ডিনবৃন্দ।

শুধুমাত্র প্রকৌশল অনুষদভুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) থেকে ক্লাস কার্যক্রম শুধু হবে বলে জানানো হয়েছে। এর আগে গত মাসের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।

কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, গতকাল থেকে কলা অনুষদের অন্তর্ভুক্ত বাংলা বিভাগ সশরীরে ক্লাস শুরু করেছে। ইংরেজি বিভাগেও আগামীকাল থেকে শিক্ষার্থীদের সিদ্ধান্তের ভিত্তিতে ক্লাস নিতে প্রস্তুত শিক্ষকগণ।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, আগামীকাল থেকে শিক্ষার্থীরা যেভাবে চায় অর্থাৎ অফলাইন অথবা অনলাইন দুইভাবেই ক্লাস নেয়া যাবে। এক্ষেত্রে কোন ব্যাচ সশরীরে আবার কোন ব্যাচ অনলাইনে ক্লাস করতে চাইলেও সমস্যা নেই।

ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্ল্যাহ বলেন, সিন্ডিকেট কর্তৃক অনলাইন ও অফলাইনে, দুইভাবেই ক্লাস নেওয়ার অনুমতি আছে। যদিও পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহ অনলাইন ক্লাসের কথা বলা হয়েছিল। আমার ডিপার্টমেন্টগুলো অফলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে আমাকে। এখন যদি শিক্ষার্থীরা আসে তাহলে অফলাইনে ক্লাস চলবে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, আজকে আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের নিয়ে মিটিং করেছি। তারা অফলাইনে ক্লাস নিতে সম্মতি জানিয়েছেন। এখন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে আসলে আমরা অফলাইনে ক্লাস নিবো। এছাড়াও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য পরিবহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করবো।

আইন অনুষদের ডিন ড. এ এফ এম আবদুল মঈনের অনুপস্থিতি বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক (সোহেল) বলেন, সিন্ডিকেট থেকে ২৫ তারিখ থেকে সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত থাকায় আমরা বিভাগ থেকে আলাদা কোন ডিসিশন নিতে পারিনা। তবে শিক্ষকরা চাইলে আগামীকাল থেকে সশরীরে ক্লাস নিতে পারবেন।

প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুর রহমান বলেন, শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে উপস্থিত না থাকায় আগামী পরশু (মঙ্গলবার) থেকে ক্লাসে ফিরবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ।