নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

Rising Cumilla - 24-hour ultimatum to students to open halls of Cumilla University
ছবি: প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলে দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে কুবি শিক্ষার্থীরা। অন্যথায় তারা নিজেরাই হল খোলার ব্যবস্থা গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল হলসমূহ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের ক্যাম্পাসের আশেপাশের এলাকাসহ বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা-বাড়িতে অবস্থান করছে। যা বর্তমানে পুলিশের নির্বিচারে ধরপাকড় ও নানারকম অনিরাপত্তার কারণে থাকা অসম্ভব হয়ে পড়েছে। যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে সহায়তার কথা সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তাই আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, আগামী ২৪ ঘন্টার (০৪ আগস্ট, ২০২৪- রবিবার দুপুর ১২ ঘটিকা) মধ্যে যেকোনো ভাবে সকল হলসমূহ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা রবিবার (০৪ আগস্ট ২০২৪, দুপুর ১২ ঘটিকার পর) নিজ নিজ হলসমূহে নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেরাই উঠে যাবার ব্যবস্থা করবো। সেক্ষেত্রে যেকোনো অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী আমেনা ইকরা বলেন, “গত ১৮ তারিখ রাত ৮টায় ক্যাম্পাস ও হল এরিয়ার বৈদ্যুতিক ব্যবস্থা ও নেটওয়ার্ক অচল করে দিয়ে হল প্রশাসন আমাদেরকে জোরপূর্বক হল ছাড়া করে । তারপর থেকে আমরা যাযাবরের মতো প্রাণের ভয় নিয়ে বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছি।কিছু শিক্ষার্থীকে তারা পরদিন ১৯শে জুলাই ভোরবেলা ভার্সিটির বাসে করে অর্ধেক রাস্তায় বিপদাপন্ন অবস্থায় ছেড়ে দিয়ে আসে। আমরা এ মুহূর্তে আমাদের হলকে নিরাপদ মনে করছি। আমাদেরকে আমাদের হল উন্মুক্ত করে দেওয়া হোক”।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাঈম বলেন, এতটুকু বলতে পারি আগামীকাল সকাল ১০ টায় হল খুলে না দিলে আমাদের হলে আমরা যাবো। প্রশাসনকে আমাদের ১০০% নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুবা আমাদের এই প্রশাসনকে আমাদের প্রয়োজন নেই।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী হাবিবুর রহমান রিফাত জানান ” আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর হল খুলার আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে প্রশাসন ও প্রক্টর হল খুলতে ব্যর্থ হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা যেকোনো মুল্যে যেকোনো সময়ে হলে প্রবেশ করবো। আর তখন ক্যাম্পাসে প্রক্টর পদত্যাগের আন্দোলন শুরু হবে। এই প্রক্টরের আমলে ক্যাম্পাসে অনেকবার বহিরাগতরা আক্রমণ করেছে, নাশকতার সৃষ্টি করেছে। প্রক্টর স্যার নিরাপত্তা শিক্ষার্থীদের দিতে ব্যর্থ। আর শিক্ষক সমিতির সভাপতি বলেছে তাদের ২ টি আন্দোলন চলমান,তাই তারা শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে পাশে দাড়াতে পারবে না। এই শিক্ষক সমিতির আমাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন নেই। তারা যখন ভবিষ্যতে তাদের দাবী নিয়ে ক্যাম্পাসে আন্দোলন করবে তখন আমরা শিক্ষার্থীদের তাদের পাশে পাবে না।”

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, দত্ত ও কাজী নজরুল ইসলাম হল প্রভোস্টকে একাদিকবার কল দিয়েও পাওয়া যায় নি। নবাব ফয়জুন্নেসা হল প্রভোস্ট জিল্লুর রহমান বলেন, “এমন কোনো বিজ্ঞপ্তি আমি এখনো পাই নি। যদি পাই তাহলে উর্ধতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলবো। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো”।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, “হলের বিষয়ে প্রক্টর কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই বিষয় হল প্রভোস্ট সিদ্ধান্ত নিতে পারেন। এই বিষয়ে হল প্রভোস্টের সঙ্গে কথা বলতে হবে। হল খোলার বিষয়টি আমি উপাচার্যকে অবহিত করব। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”