মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২ কেন্দ্রে উপস্থিতির হার ৮৬.৬৭ শতাংশ এবং অনুপস্থিতির হার ১৩.৩৩ শতাংশ।
শুক্রবার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২ টি উপকেন্দ্রে এ পরীক্ষা সম্পন্ন হয়।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ভর্তি পরিক্ষায় আমার কাছে কোনো অভিযোগ আসেনি। পরীক্ষার্থী-অভিভাবকদের অভিজ্ঞতা ভালো, এদিকে উপস্থিতির হারও সন্তোষজনক । তীব্র গরমে আমরা সবগুলো রুমে পানির ব্যবস্থা করেছিলাম।
এবার ২ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ছিলেন তাদের শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দেওয়া ব্যবস্থা করা হয়েছে।
এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ২৯২ জন, উপস্থিত ছিল ৩ হাজার ৭২০ জন এবং অনুউপস্থিত ছিল ৫৭২ জন পরীক্ষার্থী।’
প্রসঙ্গত, আগামী ১০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।