কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজমুল হাসান ইমরান (১২ তম ব্যাচ) সভাপতি এবং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ (১৩ তম ব্যাচ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার ও লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান তাদেরকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষণা করেন।
এ বছর সংগঠনের অন্যান্য উপদেষ্টারা হলেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাস এবং বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক কাজী ফাকেরা নওশীন।
কমিটিতে পদ প্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জাহিদ তালুকদার (১৩ তম ব্যাচ) , কোষাধ্যক্ষ মাসুদ রানা (১৪ তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক কাজী তাহসিন (১৬ তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাগর হোসেন (১৭তম ব্যাচ), সহকারী ক্রীড়া সম্পাদক (ছেলে) ফাহিম আহমেদ (১৫ তম ব্যাচ) ও সহকারী ক্রীড়া সম্পাদক (মেয়ে) আসমাউল হুসনা (১৬ তম ব্যাচ) ।
এছাড়াও লিবারেল মাইন্ডসের ৪ টি ক্লাবের কনভেনর, মেম্বার সেক্রেটারি ও সদস্য নির্বাচন করা হয়েছে।
ডিবেট এন্ড ল্যাংগুয়েজ ক্লাবের কনভেনর নাবিহা তাবাসসুম, মেম্বার সেক্রেটারি তানজিনা আক্তার এবং সুমাইয়া তাবাসসুন, ইসরাত জাহান প্রমী উমামা সাহেদ মম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ।
এদিকে ইংলিশ থিয়েটারের কনভেনর শরীফুল ইসলাম, মেম্বার সেক্রেটারি স্নিগ্ধা চক্রবর্তী, এবং প্রীতি চক্রবর্তী, ইমতিয়াজ আহমেদ সাকিব ও মাইমুনা আক্তার তারীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
রিডিং সার্কেলের কনভেনর জাহিদ হোসাইন, মেম্বার সেক্রেটারি নাহিদা সুলতানা মীর, এবং রফিকুল ইসলাম তারেক, ইব্রাহীম খলিল ও সাবিকুন্নার পপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কালচারাল এন্ড মিউজিক ক্লাবের কনভেনর হয়েছেন রুমা রাণী দেব শর্মা, মেম্বার সেক্রেটারি শামিম শাহরিয়া, এবং অন্তা চাকমা, ইসতিয়াক আহম্মেদ ও সুমা রানী সরকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।