পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিদর্শনের অংশ হিসেবে বিএসটিআই, কুমিল্লা ও জেলা প্রশাসন, ফেনীর যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ফেনী সদরের ট্রাংক রোডের কাচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মো: সুমন (গোশত বিক্রেতা), বড় বাজার, ট্রাংক রোড, ফেনী এবং মেসার্স বিজয় যুবরাজ লিটন (মাছ বিক্রেতা), বড় বাজার, ট্রাংক রোড, ফেনী – এই দুই প্রতিষ্ঠানকে তাদের ডিজিটাল ওজনযন্ত্রে ক্রেতাদের কম ওজন প্রদান করার অপরাধে জরিমানা করা হয়।
‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ৪৬ ধারা অনুযায়ী মো: সুমনকে ৩,০০০/- (তিন হাজার টাকা) এবং মেসার্স বিজয় যুবরাজ লিটনকে ৪,০০০/- (চার হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো:শাহান, ফিল্ড অফিসার(সিএম) ও আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।