বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫

কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ শুরু/ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-তে আজ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের জন্য ১৮৫তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী এই কোর্সে ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

রোববার (১০ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ। তিনি তাঁর বক্তব্যে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স হতে সরকারী কর্মকর্তাগণ সরকারী নিয়ম-কানুন, আর্থিক বিধি-বিধান সম্পর্কে স্পষ্ট ও ব্যবহারিক জ্ঞান লাভের সুযোগ পেয়ে থাকেন। সরকারী চাকুরিজীবি হিসেবে জনগণের জন্য কী করণীয় ও নিজের প্রাপ্যতা সম্পর্কেও প্রশিক্ষণার্থীবৃন্দ সম্যক ধারণা লাভ করেন। এই প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তির মাধ্যমে সরকারি চাকুরিতে পরবর্তীতে পদোন্নতি ও চাকুরি স্থায়ীকরণ হয়। কাজেই বুনিয়াদী প্রশিক্ষণের বিশেষ গুরুত্ব রয়েছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মাসুদ পারভেজ। এছাড়া অনুষ্ঠানে বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুনও বক্তব্য দেন।

কোর্সের সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেন কোর্স পরিচালক ও বার্ডের যুগ্মপরিচালক (গবেষণা) ড. বেনজির আহমেদ। এই কোর্সের সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিচালক মিজ রাখি নন্দী। কোর্সটির সমন্বয়কের দায়িত্বে আছেন বার্ডের যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) মিজ আযমা মাহমুদা।

আরও পড়ুন