কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (১৮ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় শাখা।
জানা গেছে, অনুমোদিত কমিটিতে ২৫জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির সাধারণ সদস্যদের নাম প্রকাশ করেনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
কমিটি অনুমোদনের পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী-সমর্থকদের মাঝে। অনুমোদিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই বুড়িচং উপজেলার হওয়ায় অন্যান্য উপজেলার ছাত্রলীগ নেতারা ফেসবুকে সমালোচনা করে পোস্ট করছেন। সেসব পোস্টে কমেন্ট করে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই।
উল্লেখ্য, কুমিল্লার বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার সমন্বয়ে গঠিত সাংগঠনিক কুমিল্লা দক্ষিণ জেলা। ঘোষণার পর থেকে এই কমিটি নিয়ে উঠেছে নিন্দার ঝড়। এসব উপজেলার মধ্য থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুটি গুরুত্বপূর্ণ পদই একই উপজেলার নেতাদের করায় ক্ষোভ সৃষ্টি হয়েছে অন্যান্য ছাত্রলীগের নেতাদের মধ্যে।