মার্চ ১১, ২০২৫

মঙ্গলবার ১১ মার্চ, ২০২৫

কুমিল্লা থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে ৮ জন

RisingCumilla - 8 people from Comilla to the central committee of the National Citizens Party
সংগৃহীত ছবি/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

তরুণ প্রজন্মের হাত ধরে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। এই দলে কুমিল্লা থেকে আটজন নেতা স্থান পেয়েছেন, যার মধ্যে একজন নারীও রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এক বিশাল জনসভার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে। নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক ও আখতার হোসেন দলটির সদস্যসচিব মনোনীত হন।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই নতুন রাজনৈতিক দলে কুমিল্লার আটজন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। মুখ্য সংগঠক পদে দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব পদে লাকসামের মো. রশিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব পদে নাঙ্গলকোটের আকরাম হুসেইন, যুগ্ম সচিব পদে লালমাইয়ের আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব পদে লালমাইয়ের জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে কুমিল্লা সদরের নাভিদ নওরোজ শাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে মুরাদনগরের অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এবং কেন্দ্রীয় সদস্য পদে সদরের হাফসা জাহান স্থান পেয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ) পদে দায়িত্ব পাওয়া হাসনাত আব্দুল্লাহর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন।

যুগ্ম সদস্য সচিব পদে স্থান পাওয়া রশিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

আরেক যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেছেন। যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করেছেন। যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স মাস্টার্স করেছেন।

যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজেরও ছাত্র ছিলেন। কুমিল্লার বিএনপির নেতা শাহ মোহাম্মদ সেলিমের ছেলে তিনি।

যুগ্ম মুখ্য সম্বয়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম (যুব) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স করেছেন।

এছাড়াও কুমিল্লার নবাব ফয়জুন্নেছা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফসা জাহান কেন্দ্রীয় সদস্যের পদ পেয়েছেন।