জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

কুমিল্লা জেলা পুলিশের অক্টোবর মাসে ১৪টি পুরস্কার অর্জন

Cumilla District Police won 14 awards in the month of October
কুমিল্লা জেলা পুলিশের অক্টোবর মাসে ১৪টি পুরস্কার অর্জন। সংগৃহীত ছবি

গত অক্টোবর মাসে দেশব্যাপী পুলিশের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য পর্যালোচনা পূর্বক সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে পুরষ্কার প্রদান করেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশ গত ১ মাসের সার্বিক কার্যক্রম বিবেচনায় জেলা পর্যায়ে সর্বাধিক ১৪টি পুরষ্কার অর্জন করে।

আজ শনিবার (২৫ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সে মাসিক অপরাধ নিয়ন্ত্রণ ও পর্যালোচনা সভায় সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়।

চলতি বছরের ১লা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাদক দ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, চোরাই মোটর সাইকেল ও অটোরিক্সা উদ্ধার, সিএনজি চোরচক্র আটকসহ অন্যান্য বিষয়ে দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

এর মধ্যে কোতয়ালি মডেল থানা ৪টি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫টি, চৌদ্দগ্রাম থানা ২টি, বুড়িচং থানা ২টি এবং সদর দক্ষিণ মডেল থানা ১টি পুরস্কার অর্জন করে।

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার প্রদান করায় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, কর্মক্ষেত্রে এই স্বীকৃতি ও পুরস্কার দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরো উৎসাহিত করবে।

আরও পড়ুন