নভেম্বর ২৮, ২০২৪

বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ৯১টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী ও এমপি বাহারের আর্থিক অনুদান প্রদান

Financial donation of Prime Minister and MP Bahar to 91 pujamandaps in Cumilla
কুমিল্লার ৯১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরী ও আদর্শ সদর উপজেলার ৯১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলানায়তনে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম।

এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যের কুমিল্লায় সৌহার্দ্য ও স¤প্রীতির যে নজির রয়েছে তা আর কোথাও নেই। ধর্ম-বর্ণ-নির্বিশেষে শান্তির নিরাপদ আবাসভূমিতে পরিনত হয়েছে আমাদের কুমিল্লা।

কুমিল্লাসহ দেশের শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বক্তারা আরও বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ শ্লোগানে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে শারদীয় উৎসব পালন করব।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ খোকন, অ্যাড. সৈয়দ নূরুর রহমান, চিত্তরঞ্জন ভৌমিক, তারিকুর রহমান জুয়েল, এনামুল হক এনাম এবং মহানগর পূজা উদযাপন কমিটির নেতা শিবু প্রসাদ রায়, অচিন্ত্য দাশ টিটু, কান্তি রাহা প্রমুখ।