নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ৩টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

vote
প্রতীকি ছবি/সংগৃহীত

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার তিনটি উপজেলার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই উপজেলাগুলো হলো- চৌদ্দগ্রাম, হোমনা ও নাঙ্গলকোট।

আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ৩ উপজেলার ৩১৭টি ভোট কেন্দ্রের ২ হাজার ৪২টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য নিয়োগ করা ৩১৭ জন প্রিসাইডিং অফিসারসহ প্রায় ৬ হাজার ৪৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিন উপজেলার ভোট কেন্দ্র ভোট কক্ষ এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে হোমনা উপজেলায় ভোট কেন্দ্র ৬১টি, ভোট কক্ষ ৪৩৭টি এবং ভোট গ্রহণ কর্মকর্তা ১ হাজার ৫০৯ জন।

চৌদ্দগ্রাম উপজেলায় ভোট কেন্দ্র ১৪২টি, ভোট কক্ষ ৭৯২টি এবং ভোট গ্রহণ কর্মকর্তা ২ হাজার ৭৬৯ জন।

এছাড়া নাঙ্গলকোট নাঙ্গলকোট উপজেলায় ভোট কেন্দ্র ১১৪টি, ভোট কক্ষ ৮১৩ জন এবং ভোট গ্রহণ কর্মকর্তা ২ হাজার ৮০৮ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩টি উপজেলায় মোট ভোটার ৯ লাখ ১৩ হাজার ১১৫ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৫ জন, পুরুষ ৪ লাখ ৭২ হাজার ১৪২ জন এবং মহিলা ৪ ভোটার ৪ লাখ ৪০ হাজার ১৬৮ জন। ভোটারদের মধ্যে নাঙ্গলকোট উপজেলায় ৩ লাখ ৩৫ হাজার ৭৪১ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ১ জন, পুরুষ ১ লাখ ৭ হাজার ২৯০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৪৫০ জন।

হোমনা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৭৪ জন, মহিলা ভোটার ৮৫ হাজার ৬৯ জন।

চৌদ্দগ্রাম উপজেলায় ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ১জন, পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬৭৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৪৯ জন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মু. মুশফিকুর রহমান জানান, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং হোমনা এ তিনটি উপজেলার নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় পুলিশ, সাদা পোশাকে ডিবি পুলিশ, র‌্যাব,আনসার বাহিনীর সদস্যসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। যেন কোথাও কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে।