নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ২ কোটিরও বেশি টাকার মোবাইল জব্দ

Rising Cumilla - Mobile worth more than Tk 2 crore seized illegally through Cumilla border
ছবি : বিজিবি

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা দুই কোটিরও বেশি টাকার মোবাইল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। কারা, কেন ফেলে গেছে এসব মোবাইল তা জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে আসা এসব মোবাইল বিজিবির ভয়েই ফেলে গেছে চোরাকারবারিরা।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোবাইলগুলো ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড ফোন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে একটি বিশেষ অভিযানের মাধ্যমে এ মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। সন্ধ্যায় এসব তথ্য জানায় ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, ভোরে বিজিবি কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠে অভিযান চালায়। এ সময় অবৈধ মোবাইল ফোনভর্তি কার্টনগুলো জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে আনার পর বিজিবি আসার খবরে সেগুলো রেখেই পালিয়ে যায়।

এ সময় বিজিবি ঘটনাস্থল থেকে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকা।