রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগাইশে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Jamaat-e-Islami's election office inaugurated in Nagaishe, Brahmanpara, Comilla
‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগাইশে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ২ ও ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) বাদ মাগরিব নাগাইশ ২ ও ৩ নং ওয়ার্ডে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

এতে শশীদল ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মোজাম্মেল হক ও ৩ নং ওয়ার্ডের মাওলানা ওবায়দুল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি), এডভোকেট সাইফুল ইসলাম, শাহ আলম, ছাত্রনেতা রাকিবুল ইসলাম, শ্রমিকনেতা মুন্সী আব্দুল কুদ্দুছ, রাশেদুল ইসলাম, ডাঃ মিজান, ডাঃ কবিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অফিস উদ্বোধন করা হয়।

আরও পড়ুন