অক্টোবর ৩০, ২০২৪

বুধবার ৩০ অক্টোবর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় ইঁদুর দমন অভিযান র‍্যালি অনুষ্ঠিত

Rising Cumilla - National rat control campaign rally held at Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি

“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (১০ অক্টোবর হতে ৯ নভেম্বর) জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। ]

এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, হারুন-অর-রশিদ মেম্বার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ হোসেন মিয়া, মোঃ আবুল হোসেন, আলেক হোসেন, মোস্তফা কামাল, তফাজ্জল হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষান-কৃষানীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইঁদুর দমনে কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।