জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Rising Cumilla - Distribution of gifts among the hard working people of Shramik Kalyan Federation in Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলার ১শত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক আবু কাউছার আরমান। এসময় শশীদল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুন্সী আব্দুল কুদ্দুছ, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ হিরণ, সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদ মৈশান, মোঃ কামরুল হাসান ভূইঁয়া মাষ্টার, দি ভিশন হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, খলিলুর রহমানসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল ইউনিয়নের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তৈল, আলু, পেয়াঁজ ও লবন।
এসব উপহার সামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো।