নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

RisingCumilla.Com - Tried to go to India through Brahmanpara border in Comilla, 4 arrested
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার জন যুবককে আটক করেছে বিজিবির একটি টহল দল।

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শশীদলের নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটককৃতরা হলেন – মানবপাচারকারী চক্রের সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

এ বিষয়ে লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শশীদল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’