
কুমিল্লার বরুড়া উপজেলার ফকিরা বাজারের সুপরিচিত পল্লী চিকিৎসক ও আদমপুর গ্রামের বাসিন্দা হাজী মুস্তাফিজুর রহমান রেজভী আর নেই।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৪টা ৫ মিনিটে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একজন মানবিক ও প্রিয় চিকিৎসক হিসেবে তিনি এলাকার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও তিন জামাতা রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ফকিরা বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তীতে দ্বিতীয় জানাজা দুপুর ২টায় তার পৈতৃক বাড়ি আদমপুর হাজীবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।