নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটের চাঁন্দগড়া মসজিদের দান বাক্সের ২ লাখ টাকা চুরি

2 lakh Taka stolen from donation box of Nangalkot Chandgara Mosque in Cumilla
কুমিল্লার নাঙ্গলকোটের চাঁন্দগড়া মসজিদের দান বাক্সের ২ লাখ টাকা চুরি। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের ৪৮৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী চাঁন্দগড়া মসজিদের দান বাক্সের তালা ভেঙে কমপক্ষে ২ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। তবে চুরির ঘটনায় ৫ দিন পার হলেও মসজিদ কমিটি এখনও থানায় কোনো অভিযোগ করেনি।

সোমবার (৯ অক্টোবর) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হয়। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে মুয়াজ্জিন মসজিদের তালা মেরে বাড়ি যান। শুক্রবার (৬ অক্টোবর) ফজরের নামাজ পড়তে এসে দেখেন দান বাক্সের তিনটি তালা ভাঙা। পরে বিষয়টি মসজিদ কমিটিকে অবহিত করেন।

ওই রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরের দল মসজিদের দক্ষিণ পাশে আতাফল গাছ দিয়ে ছাদে ওঠে সিঁড়ি রোমের টিন কেটে ভেতরে প্রবেশ করে দানবাক্সের তিনটি তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। মসজিদটিতে সিসি ক্যামরা থাকলেও চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতি মাসে একবার দানবাক্স খোলা হয়। দানবাক্সে ১ লাখ ৩০ হাজার আবার কোনো মাসে ১ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়। গত দুই মাস দান বাক্স খোলা হয়নি। এতে তাদের ধারণা গত দু’মাসে অন্তর ২ লাখ ৫০ হাজার বা তারও বেশি টাকা চুরি করে নিয়েছে বলে তাদের ধারণা।

স্থানীয় মুসল্লিরা আরও জানায়,পূুর্ব পুরুষের মাধ্যমে জানতে পারেন,গায়েবী ভাবে মসজিদটি নির্মিত হয়।এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের লোকজন মানতের উদ্দেশ্য এ মসজিদে নামাজ আদায় করেন।

মসজিদের ইমাম হাফেজ কেফায়েত উল্লাহ বলেন, এটি একটি গায়েবি মসজিদ। ৪৫৮ বছরের পুরোনো। এখানে দূর দুরন্ত থেকে লোকজন এসে নামাজ পড়তে আসে। তারা কিছু হাদিয়া দান করে যান। যা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। এই প্রথম হঠাৎ করে দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি হয়। বলার ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ চোরদের হেদায়েত দান করুন।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।