নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে ব্যালট পেপারে নৌকার সিল মারা

Sealing of the boat on the ballot paper
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) উপজেলার একটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোটাররা ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে আগেই নৌকার সিল মারা রয়েছে।

আজ রোববার (৭ জানুয়ারি) উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্মকুট গ্রামের পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ব্যালট বইয়ের পরপর কয়েকটি পাতায় সিল মারা আছে। এ সময় উপস্থিত সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, কয়েকজন এসে জোর করে সিল মেরে চলে গেছে।

এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রব বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনটি হওয়ার কথা নয়।

এছাড়া, কুমিল্লা-৬ আসনেও ঘটেছে অনিয়ম। জানা গেছে, পাচথুবী ইউনিয়নের বন্দীশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। এর প্রতিবাদ জানান সীমা।