এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত স্বামী ও দুই ছেলে

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ধান মাড়াই করার সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই সময়ে সাথে থাকা তার স্বামী ও দুই ছেলে আহত হয়েছেন।

নিহত আলেয়া বেগম মরিচা গ্রামের কৃষক মো. নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আলেয়া বেগম তাঁর স্বামীর সাথে বাড়ির পাশে জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। অন্যান্য পারিবারিক সদস্যরাও এ সময় মাঠে উপস্থিত ছিলেন। আকস্মিকভাবে আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি এবং শুরু হয় বজ্রপাত। মুহূর্তের মধ্যেই একটি শক্তিশালী বজ্র আলেয়া বেগমের উপর পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এসময় নজরুল ইসলাম, তার জমজ দুই ছেলে নাজিম ও আল আমিন বজ্রপাতের আঘাতে আহত হন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন মো. ইলিয়াছ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”