জানুয়ারি ২৩, ২০২৫

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে লরির ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

Rising Cumilla - Road Accident
প্রতীকি ছবি/সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- আরিফ উদ্দিন (১৮) এবং সৈকত সরকার (১৮)।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও সৈকত দুজনই বন্ধু। এদের মধ্যে আরিফ দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। অন্যদিকে সৈকত সরকার ইতালি প্রবাসী। বুধবার দুপুরে তারা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরী তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।