কুমিলার দাউদকান্দিতে জায়গাসহ নতুন ঘর পেল আরও ৯০টি ভূমিহীন পরিবার। ভূমিহীন-গৃহহীনদের মধ্যে দুইশতক জয়গাসহ একটি পাকা ঘরের দালিলিক কাগজপত্র হস্তান্তর করেন কুমিলা -১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বুধবার (৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) ৯০ টি ঘরসহ এ যাবৎ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, জেলা পরিষদ এর সদস্য জেবুন্নেসা জেবু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, কুমিলা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিব উদ্দীন রকিব, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে।