
কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধিভুক্ত তিতাস উপজেলা ডায়াবেটিক সমিতি পরিচালিত তিতাস ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী।
শুক্রবার (২৭ অক্টোবর) তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালটির নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বে ডায়াবেটিকে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ কোটি। আর বাংলাদেশে প্রায় ১ কোটি ৪ লাখ মানুষ এ রোগে আক্রান্ত। তাই রোগ নিয়ন্ত্রণে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিতাসে নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আরও ভালো সেবা রোগীরা পাবেন বলে জানান সংশ্লিষ্টরা।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, কুমিল্লা-৪ আসনের এমপি রাজী ফখরুল ইসলাম মুন্সি, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহাবুব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া।
এছাড়াও সুধী সমাবেশে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।