নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

Private car seized with 100 bottles of Phencidil in Chouddagram of Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থানা পুলিশের একটি অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) মোহাম্মদ আলমগীর নেতৃত্বাধীন একটি দল মহাসড়কের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত এগারটায় চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাথায় মতিন মাইকের সামনে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারকে দাঁড়ানোর সংকেত দিলে পুলিশকে দেখে পাইভেটকার চালক গাড়ী থামিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে গাড়ির পিছনের ডালার ভেতর থেকে ১০ লিটার ফেন্সিডিল জব্দ করা হয়। এছাড়াও, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করা হয়। পরে এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’