মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৪

Rising Cumilla - Huge amount of drugs seized in army operation in Chauddagram, Cumilla, 4 arrested
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর একটি যৌথ টহল দলের অভিযানে ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, সাত লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জামসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কুমিল্লা সদর ক্যাম্প কমান্ডারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চৌদ্দগ্রামের লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনের দিকে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানকালে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, সাত লিটার চোলাই মদ, মদ তৈরির বিভিন্ন কাঁচামাল, বিয়ার এবং কিছু ইয়াবা ট্যাবলেট। এছাড়াও মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

এই অভিযানে চারজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। আটককৃতরা হলেন—রংপুর জেলার কাউনিয়া থানার বাসিন্দা আল আমিন (২০), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) এবং মোহাম্মদ ইউসুফ (২৭)। অভিযান চলাকালে একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।

সেনাবাহিনী জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন