জানুয়ারি ২২, ২০২৫

বুধবার ২২ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার এক নাশকতার মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

Rising Cumilla - Khaleda Zia
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০১৫ সালের নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আদালত।

সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ প্রদান করেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ড ভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। তিনি এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন।

পিপি রিংকু আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক কারণে এ মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বাকি ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’