ডিসেম্বর ৯, ২০২৩ ৪:৫৫ এএম
ডিসেম্বর ৯, ২০২৩ ৪:৫৫ এএম

কুমিল্লায় ৫০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৫০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ৫০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীর নাম এবাদুল হক সোহাগ (৩১)। সে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছার গ্রামের মৃত জাফর আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১৪নং আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দত্তসার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবাদুল হক সোহাগকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা ও দুইটি চুরি মামলা রয়েছে।